অভিবাসী শ্রমিকদের প্রতি সংহতি জানাতে রোজা রেখেছেন ইরফান

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 00:07:14

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের ঘোষণা দেওয়ার পর পরিবহণ বন্ধ থাকায় অনেক অভিবাসী শ্রমিক পায়ে হেঁটে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। দুর্ভাগ্যজনক এই ঘটনা কিছু লোকের মৃত্যুর কারণও হয়েছিল।

বিষয়টি নজরে আসার পর সরকার ততক্ষনাৎ ওই অভিবাসী শ্রমিকদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া অনেক নাগরিক এসব অভিবাসী শ্রমিকদের খাবার ও পানি দিয়ে সাহায্যও করেছিলেন।

চমকপ্রদ তথ্য হলো- এসব অভিবাসী শ্রমিকদের প্রতি সংহতি জানাতে শুক্রবার (১০ এপ্রিল) রোজা রেখেছিলেন ইরফান খান।

৯ এপ্রিল রোজা রাখার ঘোষণা দিয়ে টুইটারে বলিউডের এই অভিনেতা লিখেছেন- ‘অভিবাসী শ্রমিকদের সঙ্গে আমরা যা করেছি তার অনুশোচনা করার জন্য আমি শুক্রবার (১০ এপ্রিল) রোজা রাখার সমর্থন করি।’

এই অভিনেতা বিশ্বাস করেন, পরিবর্তনের শুরুটা মূল থেকেই হওয়া উচিত।

এ সম্পর্কিত আরও খবর