সুস্মিতার মিস ইন্ডিয়া গাউন বানিয়েছেন সাধারণ দর্জি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 03:39:46

১৯৯৪ সালে ‘মিস ইন্ডিয়া’ হয়ে ইতিহাস গড়েছিলেন সুস্মিতা সেন। পরে ১৯৯৫ সালে ‘মিস ইউনিভার্স’-এ সেরা সুন্দরীর মুকুট মাথায় তোলেন তিনি। আর তিনি ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি এই খেতাব জয় করেন।

কিন্তু জানেন কি সাবেক এই সুন্দরী এক সাধারণ দর্জির বানানো গাউন পরে ‘মিস ইন্ডিয়া’র সেরার মুকুটটি মাথায় তুলেছিলেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুস্মিতা সেন ও তার মায়ের একসঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানেই বলিউডের এই অভিনেত্রী বলেন, “স্টেজে পরার জন্য ডিজাইনার গাউন কেনার পর্যাপ্ত পরিমাণ টাকা ছিলো আমাদের কাছে। কেননা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরাই জানি তাদের কি বাধ্যবাধকতা থাকে। এরপর মা আমাকে বলেন, ‘তাতে কি? তারা তোমার পোশাক দেখবেন না, তারা তোমাকে দেখবেন।’ পরে আমি ও মা মিলে সারোজিনি নগর মার্কেটে যাই। সেখানেই একজন লোকাল দর্জি ছিলেন যিনি পেটিকোট বানাতেন। আমরা তাকে কাপড় দিয়ে বললাম, ‘এই পোশাকটি টিভিতে দেখানো হবে তাই আপনি এতে আপনার সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন।’ আর দেখুন সেই সাধারণ দর্জির বানানো গাউন পরেই আমি ‘মিস ইন্ডিয়া’ হয়ে গেলাম। তবে মজার বিষয় হলো- ওই গাউনের সামনে যে গোলাপ ফুলটি রয়েছে সেটি আমার মা বানিয়েছিলেন।”

হাতে পরা গ্লাভস দুটি নিয়ে সুস্মিতা বলেন, “মিস ইন্ডিয়া’ প্রতিযোগীতার সময় আমার হাতে যে গ্লাভস দুটি দেখেছেন সেটি কিন্তু মোজা। যা ইলাস্টিক ও ভয়লা দিয়ে বানানো হয়েছিলো।’

এরপরই সুস্মিতা বলেন, ‘একজন সাধারণ দর্জির তৈরি করা গাউন পরে আমি ওই প্রতিযোগীতায় অংশ নিয়েছিলাম। এটি কিন্তু আমার জীবনের অনেক বড় একটি দিন ছিলো। তবে একটি জিনিস ভালোভাবে বুঝতে পেরেছি সেসময় যে, তুমি যখন কিছু চাও সেটির জন্য টাকা নয়, নিয়ত ঠিক হওয়া উচিত।’

এ সম্পর্কিত আরও খবর