রমজানে সারার ছবি ‘অসম্মানজনক’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:46:13

ভাই ইব্রাহিম খানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক সারা আলি খানের এ বিষয়টি কারও অজানা নয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভাইয়ের সঙ্গে তোলা শরীরচর্চার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সারা। যার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।

রমজান মাসে কেনো এই ছবি শেয়ার করেছেন সারা? এমনটাই প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ কেউ তো সারার ছবিটিকে ‘অসম্মানজনক’ বলে মনে করছেন।

কিন্তু কী এমন ছিলো সারার শেয়ার করা ছবিটিতে? বলিউডের এই অভিনেত্রীর শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে- ওয়ার্কআউট শেষে তিনি ট্যাংটপ ও শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন। তার পাশেই শুয়ে আছেন ইব্রাহিম খান।

এর ক্যাপশনে সারা লিখেছেন- ‘নক নক। কে আছেন? আমরা নেই- কারণ আমরা ওয়ার্কআউট করছি।’

ছবিটি শেয়ারের পর যেখানে সবাই ইব্রাহিমের অ্যাবসের প্রশংসা করছিলেন। সেখানে অনেকে সারা ছোট পোশাক পরার কারণে বলেছেন- পবিত্র রমজান মাসে এমন ছবি দেওয়ার কারণ কি?

লকডাউন শুরু হওয়ার পর থেকে অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় তাদের শরীরচর্চার ভিডিও ও ছবি প্রকাশ করেছেন কিন্তু ছোট পোশাকের কারণে বিতর্কের মুখে পড়তে হলো সারাকে।

এ সম্পর্কিত আরও খবর