করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে সকল সিনেমা, টেলিভিশন সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিং। এ কারণে এখন বেশিরভাগ ভারতীয় চ্যানেলে প্রচার করা হচ্ছে পুরানো সিরিয়ালগুলো।
এরই ধারাবাহিকতায় এবং দর্শকদের অনুরোধে গত ২৮ মার্চ দূরদর্শন চ্যানেলে পুনঃপ্রচার করা হয় ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। ৩৩ বছর পর আবার প্রচারে ফিরে বিশ্বরেকর্ড গড়েছে সিরিয়ালটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের রাষ্ট্রীয় চ্যানেল দূরদর্শনের ভেরিফায়েড দুই অ্যাকাউন্টে জানানো হয়, ‘রামায়ণ’-এর পুনঃপ্রচার বিশ্বব্যাপী দর্শকসংখ্যার নতুন রেকর্ড গড়েছে। গত ১৬ এপ্রিল সারা বিশ্বের ৭ কোটি ৭০ লাখ দর্শক সিরিয়ালটি দেখেছে। এর মাধ্যমে সবচেয়ে বেশিসংখ্যক দর্শকের দেখা বিনোদনমূলক অনুষ্ঠানের রেকর্ড সৃষ্টি হয়েছে।
১৯৮৭ সালের ২৫ জানুয়ারি দূরদর্শনে প্রথম প্রচার হয় ‘রামায়ণ’। ১৯৮৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রচারিত হয় এর ৭৮টি পর্ব। তখন বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের সিরিয়াল ছিল এটাই।
২০০৩ সালের জুন পর্যন্ত লিমকা বুক অব রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক দর্শকের দেখা পৌরাণিক সিরিয়াল ছিল ‘রামায়ণ’।