মাঝরাতে আবার ‘ভাইকিংসে’ ফিরলেন তন্ময় তানসেন

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 09:52:00

আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল ছাড়ার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মাঝরাতে আবার দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ভাইকিংসে’ ফিরেছেন ব্যান্ড দলটির ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন।

বুধবার (১৩ মে) রাত ২টার কিছু সময় পরে তন্ময় তানসেনের আবার ‘ভাইকিংসে’ ফেরার খবর নিশ্চিত করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছে ১৯৯৭ সালে গঠিত হওয়া ব্যান্ড দলটি।


আরও পড়ুন: ২৩ বছরের পর হঠাৎ ‘ভাইকিংস’ ছাড়লেন ভোকালিস্ট তন্ময়


এর আগে মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগী হতে তন্ময় তানসেন ‘ভাইকিংস’ ছেড়েছেন বলে জানানো হয় ব্যান্ড দলটির ফেসবুক পেজে। যদিও এই কারণ অস্বীকার করে নিজেদের মনোমালিন্যকে ‘ভাইকিংস’ ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ব্যান্ড দলটির ভোকালিস্ট।

১৯৯৭ সালে গঠিত হয়ে ‘ভাইকিংস’ ১৯৯৯ সালেই ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হয়। নব্বই এর দশক থেকে তাদের বিপুল খ্যাতির মাঝেই কিবোর্ডিস্ট বাবুর অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে সময় ‘ভাইকিংস’ আড়ালে থাকলেও নাটক ও চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে সরব ছিলেন তন্ময় তানসেন। তাঁরই পরিচালিত ‘রান আউট’ সিনেমার মাধ্যমে ১১ বছর পর আবারও গানে ফিরে ‘ভাইকিংস’।

বর্তমানে দলটির লাইন আপে আছে ভোকালে তন্ময় তানসেন, লিড গিটারে সেতু, বেইজ গিটারে জনি, কি-বোর্ডে বাবু ও ড্রামসে সায়মন।

এ সম্পর্কিত আরও খবর