প্রতি বছর ঈদকে কেন্দ্র করে নির্মিত হয় প্রায় ৫০০ এর বেশি নাটক। তবে এবারের ঈদটা একটু ভিন্ন। দেশের করোনা পরিস্থিতিতে ২২ মার্চ থেকে বন্ধ আছে টিভি নাটকের শুটিং। সেকারণে ঈদ উপলক্ষ্যে সেভাবে নির্মিত হয়নি কোন নাটক।
তবে এমন পরিস্থিতির মধ্যেও ঈদুল ফিতরে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ হাজির হচ্ছেন ভিন্ন গল্পের ৫ নাটক নিয়ে। যদিও এসব নাটকের শুটিং শেষ হয়েছে মার্চের মাঝামাঝি সময়ের আগেই।
এবারের ঈদের নাটক প্রসঙ্গে বান্নাহ বার্তা২৪.কমকে জানিয়েছেন, আমার কাছ থেকে বেশিরভাগ ভিউয়ার্স যে ধরনের কন্টেন্ট এক্সপেক্ট করেন তেমনি কন্টেন্ট এবারের ঈদের সবগুলো নাটক। সবাই বাসায় বসে কাজগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে।
ভিউ বাবা নাটকের শুটিং সেটে শিল্পীরা, ছবি: সংগৃহীত
এছাড়া দেশের করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে ঘরে বসে ‘ভাই ব্রাদার্স’ শিরোনামের একটি শর্টফিল্ম সিরিজ নির্মাণ করেছেন এই নির্মাতা। যেখানে বান্নাহর সঙ্গে দেখা যাচ্ছে সায়েদ জামান শাওন, রাশেদ তানজিম অনিক সিয়াম নাসির এবং ফারহান অনেকেই। যা লুমিনো পিকচার্স ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হচ্ছে।
ঈদে আসছে বান্নাহর যেসব নাটক
ভিউ বাবা
মোশাররফ করিম, হুমায়ূন সাধু, সারিকা সাবরিন, মুশফিক আর ফারহান, ইভান সাইর
ঈদের ২য় দিন, বিকাল ০৫:৩০ মিনিট, বাংলাভিশন
ইউটিউব চ্যানেল : সারওয়ার টিউব
এঞ্জেলস
তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা, আনন্দ খালেদ, রাশেদ
ঈদের ৩য় দিন, সন্ধ্যা ০৭:৩০ মিনিট, চ্যানেল আই
ইউটিউব চ্যানেল : গোল্লাছুট
আই লাভ ইউ
তাহসান খান, শায়লা শাবি, মাহমুদা আপন
ঈদের ৩য় দিন, রাত ১১:৩০ মিনিট, বাংলাভিশন
ইউটিউব চ্যানেল : লুমিনো পিকচার্স
ভালোবাসার গল্প
তাহসান খান, তাসনুভা তিশা, হারুন রশিদ, জায়ান, নবীন
ঈদের ৪র্থ দিন, রাত ১১:৩০ মিনিট, আরটিভি
ইউটিউব চ্যানেল : স্বদেশ ইন্টারটেইনমেন্ট
প্রপোজ
প্রত্যয় হীরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ
ঈদের ৬ষ্ঠ দিন, রাত ০৯:০৫ মিনিট, বাংলাভিশন
ইউটিউব চ্যানেল : লুমিনো পিকচার্স