বলিউডের সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খান আর নেই। রোববার (৩১ মে) দিনগত গভীর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৪২ বছর বয়সের এ তারকা মারা যান। খবর: হিন্দুস্তান টাইমস।
সংগীত কম্পোজার সেলিম মারচেন্ট জানান, ওয়াজিদের একাধিক সমস্যা ছিল। তার কিডনির সমস্যা ছিল এবং সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপন হয়েছিল। এরপর কিডনির সংক্রমণ হয়। তার অবস্থা খারাপ হতে শুরু করার পর গত চার দিন ধরে ভেন্টিলেটরে ছিলেন।
ওয়াজিদ ও তার ভাই সাজিদ খানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে গায়ক সোনু নিগম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছেন।
এর আগে বিনোদন সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এক টুইট বার্তায় ওয়াজিদ করোনায় মারা গেছেন বলে উল্লেখ করেন।
ওয়াজিদ ও তার ভাই সাজিদ জুটি বেধে সংগীত পরিচালনা করতেন। দাবাং, ওয়ান্টেড, এক থা টাইগার, তেরে নামসহ অসংখ্য সিনেমায় সংগীত পরিচালনা করেছেন এ জুটি। পার্টনার সিনেমার ‘ডু ইউ ওয়ানা পার্টনার’, দাবাং সিনেমার ‘হামকো পিনি হ্যায়’, ‘হুড় হুড় দাবাং’সহ বেশ কিছু গানে কণ্ঠও দিয়েছেন ওয়াজিদ।
ওয়াজিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার বলিউডের সহকর্মী ও ভক্তরা।