মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে গত ১৪ জুন আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। তার ময়নাতদন্তের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে যে, বলিউডের এই অভিনেতা আত্মহত্যা করেছেন।
কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিতে হলো সুশান্ত সিং রাজপুতকে? এমনটাই প্রশ্ন সকলের। মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন, বিষণ্নতার কারণেই আত্মহত্যা করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের সন্তানকে। সুশান্তের আত্মহত্যার ঘটনাটির তদন্ত করছে মুম্বাই পুলিশ। এখন পর্যন্ত নয়জনকে জেরা করা হয়েছে। তারা হলেন- সুশান্তের বাবা, তিন বোন, দুই ম্যানেজার, রাঁধুনি, বন্ধু ও অভিনেতা মহেশ শেট্টি এবং চাবিওয়ালা। সবার ভাষ্য রেকর্ড করা হয়েছে।
নয় জনকে জেরা করা হলেও এখনও পর্যন্ত বাকি রয়েছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। বলিউডের এই অভিনেত্রীর ভাষ্য এখনও রেকর্ড করা হয়নি।
মুম্বাই পুলিশ জানিয়েছে- সুশান্তের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোন অভিযোগ করা হয়নি।