‘কাই পো চে’ ছবির মধ্য দিয়ে প্রথমবার পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর একই পরিচালকের ‘কেদারনাথ’-এ অভিনয় করেন তিনি।
গত ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেবেন অভিষেক কাপুরের স্ত্রী প্রজ্ঞা কাপুর।
‘এক সাথ’ নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা প্রজ্ঞা কাপুর। সেই সংস্থার সঙ্গে মিলেই এই খাদ্য সহায়তা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি সুশান্তের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রজ্ঞা।