দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের বাড়িতে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ১০৮ নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়।
ঘটনাটি জানার পর একইদিন সন্ধ্যায় রজনীকান্তের বাড়িতে অভিযান চালায় চেন্নাই পুলিশ। তবে ওই ফোন কল থেকে কিছু নিশ্চিত হতে পারেননি তারা।
এবারই প্রথম নয়, এর আগেই বহুবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে রজনীকান্তকে। তবে প্রতিবার সেটি ধোঁকাবাজি কল হয়েছে।
কাজের দিক থেকে রজনীকান্তের হাতে এই মুহূর্তে রয়েছে ‘আন্নাথে’ ছবি। শিবা পরিচালিত ছবিটিতে তার পাশাপাশি প্রধান চরিত্রে আরও দেখা যাবে কৃতি সুরেশ, মীনা ও খুশবুকে।