বিভিন্ন সময় হিন্দি গান কাভার করতে দেখা গেছে বাংলাদের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মরণে তারই অভিনীত ‘ছিচোরে’ ছবির ‘খেরিয়াত’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান।
শুক্রবার (৩ জুলাই) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত গানটি দেখেছেন প্রায় ৯০ হাজার দর্শক।
নীতেশ তিওয়ারি পরিচালিত ও টি-সিরিজ প্রযোজিত ‘ছিচোরে’র ‘খেরিয়াত’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। অমিতাভ ভট্টাচার্যের কথায় গানটির সুর করেছিলেন প্রীতম।
মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে গত ১৪ জুন আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত।