বিড়ালের টেক্সি ভ্রমণ

, ফিচার

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:42:49

ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ওয়েলসের এক ট্যাক্সিতে আটকা পড়ে ৫০০ মাইলেরও বেশি ভ্রমণ করেছে একটি বিড়াল। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এত দীর্ঘ ভ্রমণ শেষেও বিড়ালটির কোনো ক্ষতি হয়নি। ট্যাক্সি ড্রাইভার টম হাচিংস (৩২) নিজেও বিড়ালটিকে অক্ষত অবস্থায় দেখে বিশ্বাস করতে পারছেন না। গিজমো নামের বিড়ালটি দক্ষিণ ওয়েলসের টনিরেফল গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের গ্রাম মিসকিন থেকে হারিয়ে গিয়েছিলো।

ওয়েলসের টনিরেফল গ্রামের রেওন্দা সাইনন ট্যাপ সম্প্রদায়ের টম হাচিংস জানান, এক মাইল যাওয়ার পর তিনি বিড়ালটিকে দেখতে পান। তারপর ১০ মিনিট আমি বিড়ালটিকে কীভাবে বের করবো সেটা বোঝার চেষ্টা করি। কীভাবে বিড়ালটি এরকম একটা জায়গায় পৌঁছালো সেটাই বুঝতেছি না।

হাচিংস বিশ্বাস করেন যে বিড়ালটি ৫০০ মাইলের বেশি ভ্রমণ করেছে। গ্রীলের ভিতর থেকে উদ্ধার করার চেষ্টার সময় বিড়ালটি বেশ চাপে পড়েছিল। পরে পশু চিকিত্সকদের সাথে কথা বলেছিলাম এবং তখনই তারা আমাকে বিড়ালটির নাম বলেছিল এবং এটি এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার বিষয়টি জানায়।

নিজের বিড়ালকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মালিক।

এ সম্পর্কিত আরও খবর