ছোট যমুনায় বাড়ছে পানি, জলকেলিতে মগ্ন শিশুরা

  • শহিদুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

জলকেলিতে মগ্ন শিশুরা / ছবি: বার্তা২৪

জলকেলিতে মগ্ন শিশুরা / ছবি: বার্তা২৪

ছোট যমুনায় আসতে শুরু করেছে নতুন পানি। সেই পানিতেই দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু। কেউ দৌড়ে এসে নদীর পানিতে ঝাঁপ দিচ্ছে, আবার কেউ কাটছে সাঁতার। কেউ কেউ পানি হাতে নিয়ে খেলছে ছুড়াছুঁড়ি খেলা। এভাবেই জলকেলিতে মেতে উঠেছে সরল সহজ একদল ছোট্ট প্রাণ। চারিদিকে ভ্যাপসা গরম একটু প্রশান্তির আশায় নদীর পানিতে দলবদ্ধভাবে নেমে পড়েছে তারা।

জলকেলিতে মগ্ন শিশুরা / ছবি: বার্তা২৪

আজ মঙ্গলবার ( ৪ জুন) দুপুরের দিকে ইকরতাড়া ছোট যমুনার তীরে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। কেউ নাচানাচি করছে, আবার কেউ ছোট্ট বল নিয়ে ছুঁড়ে মারছে আরেকজনের কাছে। যারা একটু বয়সে বড় তারা আবার পাশে রাখা বড় নৌকায় উঠে উলটো ডিগবাজি দিচ্ছে পানির মধ্যে। পাশ থেকে ডাকাডাকি করছে শিশুদের মা। এভাবেই দুরন্ত সময় কাটাচ্ছে চঞ্চল শিশুর পাল।

বিজ্ঞাপন
জলকেলিতে মগ্ন শিশুরা / ছবি: বার্তা২৪

জলকেলিতে মেতে উঠা রিমন (১৩ )নামের একজন শিশুর সাথে কথা হয়। সে জানায়, ‘আমাদের বাড়ি ইকরতাড়া গ্রামেই আর আমরা সবাই বন্ধু। যদিও অনেকে আছে যারা আমার বয়সে ছোট, কিন্তু এক-ই গ্রামে থাকি আমরা। সব সময় তাদের সাথেই খেলাধুলা করি বলে তারা আমাদের বন্ধু। প্রতিদিন সময় করে আসা হয়না। তবে মাঝেমধ্যেই আসি নদীতে নেমে গোসল করতে। নদীর পানি বাড়ার কারণে এসেছি গোসল করতে।’