২০ হাজার ৩০০ কেজির (২০.৩ টন) হাইড্রোলিক ক্রেন ধরি ধরে পাঁচ মিটার দূরত্ব টেনে অস্ট্রেলিয়ান নাগরিক জর্ডান স্টিফেনসন (৩৩) আগের বিশ্ব রেকর্ডটি ভেঙে দিয়েছেন। আগের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের নাগরিক কেভিন ফাস্টের দখলে ছিল। ২০২১ সালে তিনি ১৩ হাজার ৮৬ কেজির একটি পাবলিক বাস টেনেছিল। জর্ডান শরীরের ওপর অংশ দিয়ে ভারী বাহন টানা ক্যাটাগরিতে এ রেকর্ড গড়েছেন। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জর্ডান জানান, আমি একজন বডিবিল্ডার পাশাপাশি এর কোচ হিসেবে কাজ করছি। ছয় মাস ধরে এই রেকর্ড করার জন্য প্রশিক্ষণ নিয়েছি। এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু, এই রেকর্ড করার পর এখন নিজের কাছে খুবই ভালো লাগছে।
রেকর্ড ভাঙার কয়েক সপ্তাহ পরে আবার একই ধরনের সক্ষমতা দেখান। তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘রয়্যাল অ্যাডিলেড শোতে’ ওই সক্ষমতা দেখিয়ে প্রায় ৪০ হাজার অস্ট্রেলীয় ডলার তহবিল সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ২৮ লাখ টাকার বেশি। এই তহবিল তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সহায়তাদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্টারলাইট চিলড্রেনস ফাউন্ডেশনকে দান করেন।
এই রেকর্ডের জন্য প্রতিযোগীকে বসার অবস্থানেই থাকতে হবে। কোমর থেকে শরীরের ওপর অংশের শক্তি দিয়ে বাহন টানতে হবে। এ ক্ষেত্রে প্রতিযোগী তাঁর পা দিয়ে কোনো ধরনের শক্তি উৎপাদন করতে পারবেন না। এই ক্যাটাগরিতে প্রতিযোগীকে তাঁর পিঠ ও দুই হাতের মাংসপেশির ওপর প্রধানত নির্ভর করতে হয়।
অবশ্য জর্ডানের এই কাজ এবারই প্রথম নয়। ২০২১ সালে তিনি ১৮৪ টন ওজনের একটি ট্রেন টেনে বিশ্ব রেকর্ড করেছিলেন। তবে সেটা এক বছর পরই মিশরের আশরাফ মোহাম্মদ সুলিমানের কাছে হারাতে হয়েছে।
আগামী মাসে আরও বেশি রেকর্ড ভাঙার বড় পরিকল্পনা রয়েছে বলেও জানান জর্ডান। বিশ্বের বিভিন্ন স্থানে আরও অবিশ্বাস্য শক্তিশালী স্টান্টগুলো করে দাতব্যে সংস্থার জন্য অর্থ সংগ্রহ করার ইচ্ছে রয়েছে তাঁর।