রোববার (১৩ অক্টোবর) বৌদ্ধ সম্প্রদায় নানা আচার-অনুষ্ঠানমালার মধ্যদিয়ে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালন করেন।
রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহারে প্রার্থনা ও ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।
বিকেল থেকেই নারী-পুরুষ ও শিশুদের নতুন পোশাকে মন্দিরে আগমন করেন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়ানো ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলনেরও আয়োজন করা হয়।
আনন্দ উল্লাস থেকে শুরু করে মন্দিরে মোমবাতি প্রজ্বলন করেন পুণ্যার্থীরা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এই দিনে অনেকেই সুখ ও শান্তি কামনা করে ফানুস উড়ায়।