মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): আপনার কোষ্ঠির কর্মস্থানে বিরাজ করছে শনি। চাকরিক্ষেত্রে কাজের গতি কিছুটা কমবে। ব্যবসায়ে কিছুটা মন্দা চললেও একবারে পথে বসাবে না। ফলে ধৈর্য ও একাগ্রতার সঙ্গে আপনাদের কাজ করতে হবে। অর্থ যোগ শুভ। তবে ঋণ নিতে হতে পারে।
বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): আপনার কোষ্ঠির নবম স্থানে শনির সাথে সূর্য, বুধ ও রাহু বিরাজ করছে। কর্মস্থানে গতি বাধা পাবে। তবে সাধ্যমত সমস্ত কাজ পূর্ণ হবে। ব্যবসায়ে সাবধানে থাকুন। অচেনা ব্যক্তিদের প্রলোভনে পা দেবেন না। কোনও না কোনও ভাবে তারা আপনার চারপাশে থাকবে। তবে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই, ফাঁদে পা না দিলে বড় কোনও অর্থ ক্ষতি নেই।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): আপনার রাশির অষ্টম স্থানে মধ্যমণি হয়ে শনি বিচরণ করছে। জীবন জীবিকা ভালো থাকবে। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। আর্থিক যোগও শুভ। অংশীদারী ব্যবসায়ে সমস্যা মিটতে থাকবে। তবে আপনার প্রলোভন বাড়বে। যার জেরে আত্মীয় ও সহকর্মীর সাতে সম্পর্ক নষ্ট হতে পারে। মাসটাতে ঋণ দেওয়া-নেওয়া থেকে বিরত থাকুন।
কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): আপনার রাশিচক্রের সপ্তম স্থানে আছে শনি। এর কারণে ব্যবসা প্রভাবিত হবে। মালিকানা এবং অংশীদারী ব্যবসায়ীরা কম লাভ অর্জন করবেন। চাকুরীস্থানে কোনো কারণ বশত বেতন সময় মত পাবেন না। পরিবার, আত্মীয়র মধ্যে অর্থ নিয়ে ছোটখাটো অশান্তি হতে পারে। অহেতুক ব্যয়ও হবে।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): আপনার রাশির ষষ্ঠ স্থান থেকে শনি অস্ত গিয়েছে। যার ফলে আপনার ওপর শনির ভারী কোনো প্রভাব পড়বে না। আর্থিক কষ্ট থেকে মুক্ত হবেন। অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে। তবে অনেক ক্ষেত্রেই কাজ বিলম্ব হবে। পুরনো প্রাপ্য টাকা ফেরত পাবেন। কোনও প্রকল্প বা ফাটকা থেকে অর্থ পেতে পারেন। ঋণ শোধ করতে পারবেন।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): আপনার রাশির পঞ্চম স্থানে বিরাজ করছে শনি। ফলে সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মন ভেঙে যেতে পারে। তবে ভয়ের কিছু নেই, ধৈর্য ধরে কাজ করে যান। সময় লাগলেও ফল পাবেন। আপনার অর্থভাগ্য ভালোই থাকবে। তবে মাসটাতে বাড়তি ব্যয়ের জন্য প্রস্তুত থাকুন। দাম্পত্য মোটের উপর সুখের হলেও পরিবারে সমস্যা দেখা দেবে।
তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): চতুর্থ স্থান থেকে শনি সরছে। হটকারী সিদ্ধান্তের ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে বচসা হতে পারে। ব্যবসায়ে বাড়তি লাভের আশায় ক্ষতি ডেকে আনতে পারেন। মাসটাতে মেজাজ কোনও ভাবে হারাবেন। যার ফলে কলহ বৃদ্ধি পেতে পারে। ভাষায় নিয়ন্ত্রণ হারাতে পারেন। ভুল সিদ্ধান্তে অর্থ নষ্ট করতে পারেন।
বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): আপনার কোষ্ঠীর তৃতীয় স্থানে শনি বিরাজ করছে। ব্যবসায়ে ভালো ফল দেখতে পারেন। চাকুরীস্থান মোটের উপর শুভ। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। অহেতুক কোনও সমস্যায় পড়তে পারেন। আইনী বিষয়ে সাবধানে থাকুন। স্বাস্থ্যে সংক্রমণ বাসা বাধতে পারে। চিকিৎসায়ে অর্থ ব্যয় হবে।
ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): আপনার রাশির দ্বিতীয় স্থানে রয়েছে শনি। ব্যবসায়ে বাড়তি লগ্নি বা বড়সড় কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকুরীস্থানে কোনও সমস্যা দেখা দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছু সাময়িক সমস্যা থাকবে, কেটে যাবে। অর্থভাগ্য মোটের উপর শুভ। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা থাকবে। বাহন ক্রয় করতে পারবেন।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): আপনার রাশিতেই শনি বিরাজমান। সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে মকর রাশির জাতক/জাতিকাদের। বুঝে পা ফেললে ব্যবসায়ে বড় কোনও সমস্যা দানা বাধবে না। চাকুরীতে বেতন সংক্রান্ত কিছু ভোগান্তি হতে পারে। তবে আর্থিক বিষয় এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। মাসটাতে অহেতুক কিছু জটিলতা থাকবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আপনার রাশি থেকে শনি অস্ত যাওয়ার ফলে কুম্ভ জাতক/জাতিকাদের ওপর বিশেষ বড় কোনও প্রভাব পড়বে না। তবে আপনার হটকারী মেজাজ অহেতুক সমস্যা ডেকে আনবে। চাকুরীতে উর্ধ্বতন কর্তার সঙ্গে সাময়িক কোনও গোলোযোগ বাধতে পারে। ব্যবসায়িক বিষয় সাবধানতা অবলম্বন করুন। মুরুব্বি স্থানীয় কারোও পরামর্শের পরই সিদ্ধান্ত নিন। ব্যয় বাড়বে।
মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): আপনার রাশিতে শনির আগমন ঘটবে। ফলে কিছু শুভভাব বজায় থাকবে। ব্যবসা এবং চাকুরীতে শুভভাব বজায় থাকবে। তবে অহেতুক ব্যয় বাড়বে। নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। এ সময় সুসংবাদ পেতে পারেন। ফাটকা অর্থ লাভ করতে পারেন। সংক্রমনে কারণে শরেীরে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের যত্ন নিন।