মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটিতে আপনার মেধা ক্ষমতাকে কাজে লাগান, লাভবান হবেন। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আজকে সমস্যার সমাধান করতে পারেন। ব্যবসায়ে আর্থিক লেনদেন মোটের উপর শুভ। মন না চাইলে আজকে নতুন কোনো কাজে এগোবেন না। প্রেমে বিকল্প ভাবতে পারেন।
বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): শরীরিকভাবে ক্লান্তিবোধ করতে পারেন। তবে কর্মভাব শুভ। অজানা উৎস থেকে অর্থ উপার্জন হবে। সহকর্মীরা আপনার সমস্যা সমাধান করবে। পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটান। আজকে অনেক পুরনো স্মৃতি ফিরে আসবে। প্রেমে মানুষ চিনতে পারবেন।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): আগামী কাজের সময়সূচী বানিয়ে নিন, কাজের চাপ বাড়বে। আজকে আর্থিকভাবে সবল থাকবেন। ব্যবসায়িক অনেক সুযোগ আসবে, সেগুলো কাজে লাগান। পিতৃস্থানীয় করো থেকে ভাল উপদেশ পাবেন। প্রেম জীবন সমৃদ্ধ আসবে।
কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): দাম্পত্য সম্পর্কে ভাল বোধ করবেন। নতুন কিছু করার পক্ষে চমৎকার দিন। জমিজমার বিনিয়োগ করলে লাভ পাবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে থাকুন। ইতিবাচক মতাদর্শ মেনে চলুন, ফল পাবেন। আপনি সহকর্মীর আস্থা এবং সমর্থন লাভ করবেন। তবে অযথা ঝামেলায় জড়াতে পারেন। প্রেমে সহায়তা করতে পারেন।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): সময়টায় সামাজিক জমায়েতে অংশ না নেওয়াই আপনার পক্ষে শুভ। অর্থের কারণে কারো সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। প্রেম সাক্ষাতের পক্ষে ভাল দিন। অংশীদারী ব্যবসায়ে ভালো দেবে। সহকর্মীকে অবস্থান বোঝাতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে একটু বিচক্ষণ এবং সাহসী হন।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটিতে মানসিক আশঙ্কা থাকবে। ইতিবাচক চিন্তা আপনাকে সাহায্য করবে। অফিসের সহকর্মীর সঙ্গে দূরত্ব রাখুন, সমস্যা হতে পারে। তদন্ত বজায় রাখুন। কর্মক্ষেত্রে সাবধান হোন, চক্রান্ত হতে পারে। কোনও কিছু এড়িয়ে যাবেন না, মোকাবেলা করুন। প্রেমের প্রতি যত্নবান হন।
তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটিতে কৌতুক মেজাজ ভরপুর থাকবে। আত্মীয়র আগমন ঘটবে। কর্মভাবে আর্থিকভাবে উপকৃত হবেন। তবে বেশ কিছুদিক নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সততা বজায় রাখুন। নিজের দক্ষতাকে কাজে লাগান। প্রেম জীবন আলোকিত হবে।
বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): দিনটি আপনার জন্য কল্যাণকর হতে পারে। দীর্ঘ সময়ের অর্থ ফেরত পাবেন। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। নিজের প্রতি আন্তরিক হন। সহকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে চলুন। তবে অপরকে সন্তুষ্ট করার চেষ্টা করতে যাবেন না। আকস্মিক প্রেম আসতে পারে।
ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): দিনটিতে ভাগ্যের ওপর নির্ভর করবেন না। আজকে হাস্যকর কিছু ঘটবে। স্বাস্থ্য সুন্দর থাকবে। নতুন আর্থিক স্কিমের সুযোগ আসবে। ছুটির পরিকল্পনা করতে পারেন, ভাল হবে। নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। প্রেমে চূড়ান্ত বিরক্ত বোধ করতে পারেন।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): দিনটিতে পরিস্থিতি সুখকর হবে। নিজের সম্পর্কে যত্নশীল হন। পদক্ষেপ গ্রহণের আগে ভেবে নিন। খরচ বাজেট ছাড়িয়ে যাবে। প্রেমে সুখ ক্ষণস্থায়ী। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। কাজ করেই সুফল পাওয়া সম্ভব। কর্মসূচি পরিবর্তনে আজকে অনেক বদল আসবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): শারীরিক সুস্থবোধ নাও করতে পারেন। কর্মভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে লাভবান হতে পারেন। আগে থেকেই সবকিছু কাউকে বলবেন না। ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপদেশ নিতে পারেন। প্রেম ভালবাসা অন্যমাত্রায় পৌঁছাবে।
মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, বেশ কিছু সত্য আজকে জানতে পারবেন। যা আপনার উপকার হবে। বিনিয়োগে লাভ আসবে। অত্যাধিক কাজকর্মে জড়িয়ে পড়বেন। মন ভাল থাকলেই আপনার প্রেম ভালো থাকবে। অর্থ যোগ মোটের উপর শুভ।