মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনের শুরুটা খুব একটা সুখকর নাও হতে পারে। কিছু অপ্রীতিকর সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে হতে পারে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যক্তিগত সমস্যা সমাধানে আরও মনোযোগ দিতে হবে। ব্যবসায় উন্নতির পথ সুগম হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় বিষয় মনযোগ বাড়বে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : সন্তান দ্বারা সুখ বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। প্রযুক্তিগত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্দেশ পেতে পারেন। ব্যবসায় নতুন সহযোগী তৈরি হতে পারে। শিল্পে অগ্রগতি, লাভের সম্ভবনা। কোনও প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে বাধার সম্মুখীন হতে পারেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আনন্দ পার্টির বিষয় পরিকল্পনা করতে পারেন। প্রতিযোগিতামুলক পরীক্ষায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী তৈরি হবে। ব্যবসায়ক্ষেত্রে নিষ্ঠা বাড়বে। কলাশিল্প ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। আইনি সমস্যা থেকে সতর্ক থাকুন।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : জমি সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সহযোগিতা ও সাহচর্য থাকবে। কঠোর পরিশ্রমের পরেও কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় আয় বাড়াতে হলে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায় ধীরগতি থাকবে। কর্মযোগে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কাজের সাফল্য থাকবে। মনের সুখ বাড়াবে। কর্মসংস্থানের সন্ধান সম্পন্ন হবে। রাজনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তি বিশেষ কোনও ব্যক্তির কাছ থেকে নির্দেশনা ও সাহচর্য পাবেন। ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি সুবিধা পাবেন।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : কর্মক্ষেত্রে কোনও অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। রাজনীতি চর্চায় অতিরিক্ত কথাবার্তা সমস্যায় ফেলতে পারে। ব্যবসায়িকদের ঝামেলার সম্মুখীন হতে হবে। সহ কর্মীদের পারস্পরিক সহযোগিতা পাবেন। প্রতিবেশির কাছে সুনাম বাড়বে।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : আজ কোনও উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে স্থানান্তর হতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকে নির্দেশনা ও সাহচর্য পাবেন। প্রতিকূল পরিস্থিতির জন্য ধৈর্য ধরুন। সময়মতো সমস্যা সমাধান হবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্মযোগে ব্যর্থতার মাঝেও সাফল্য পাবেন।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : চাকরিক্ষেত্রে গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। চাকরিতে কোনও গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হতে পারেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। চিন্তা না করে ব্যবসায় কোনও পরিবর্তন করবেন না। কর্ম ও ব্যবসার ক্ষেত্রে বাধা কমবে।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ব্যবসায় নতুন অংশীদারী সন্ধান পেতে পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে। সহকর্মীর সহযোগিতায় কর্মক্ষেত্রে বাধা দূর হবে। ব্যবসায়িকরা মোটের উপর সফল। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলা করা আপনার অভ্যেসে দাড়িয়েছে। নিজেকে পরিবর্তন করুন। না হলে সমস্যায় পড়তে হবে। নতুন কর্মসংস্থানে পদোন্নতি হবে। ব্যবসায় আয় বৃদ্ধি।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভবনা বাড়ছে। কোনো সহকর্মী দ্বারা বিভ্রান্ত হতে পারেন। আপনাকে আরও সতর্ক থাকতে হবে। ঊর্ধ্বতনের স্নেহ পাবেন। অলাভজনক প্রকল্পগুলো সুবিধা পাবেন ব্যবসায়ীরা। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য ও সম্মান পাবেন।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : ব্যবসায় নতুন সহযোগী তৈরি হবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। তবে কর্মক্ষেত্রে শান্ত থাকতে হবে। জীবিকার সন্ধান সম্পন্ন হবে। বাড়ি নির্মাণ কাজের সঙ্গে যুক্তরা খুব একটা সাফল্য পাবেন না। ব্যবসায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : দিনটি সাধারণ সুখ ও উন্নতি থাকবে। ব্যক্তিগত পরিস্থিতি মাথায় রেখেই গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিন। সামাজিক কর্মকাণ্ডে আরও সচেতন হতে হবে। আচরণ ভালো করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আজ অন্যের উপর বা সহকর্মীর ছেড়ে দেবেন না। বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় পরিবর্তন আসবে। পদমর্যাদা বৃদ্ধি পাবে।