অবৈধ সিগারেট মজুদ, ব্রুনাইয়ে বাংলাদেশিকে ৫০ লাখ টাকা জরিমানা

, প্রবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাউথ-ইস্ট এশিয়া (ব্যাংকক, থাইল্যান্ড) | 2024-09-05 15:05:08

অবৈধ সিগারেট মজুদের অপরাধে একজন বাংলাদেশি নাগরিককে ৫০ হাজার ব্রুনাই ডলার বা ৫০ লাখ টাকা জরিমানা করেছে ব্রুনাইয়ের নির্বাহী আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাহী আদালতের বিচারক আব্দুল আজিম বিন ওসমান এই রায় প্রদান করেন। জরিমানা অনাদায়ে বাংলাদেশি ওই নাগরিককে ১৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতে নিজের অপরাধের কথা স্বীকার করে বিবৃতি দেন ৪২ বছর বয়সী সিরাজুল মাদবর।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গত ১৯ আগস্ট সকাল সাড়ে নয়টায় কাম্পং জায়া সেতিয়ায় একটি বাসায় অভিযান চালায় রয়েল কাস্টমস এবং আবগারি বিভাগের কর্মকর্তারা। বাসাটিতে অভিবাসী শ্রমিকরা থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ কার্টুন বিদেশি অবৈধ সিগারেট পাওয়া যায়।

ব্রুনাইয়ের আইনে কর ছাড়া বিদেশি সিগারেট রাখা, বহন করা বা বিক্রি করা নিষিদ্ধ।

এ সম্পর্কিত আরও খবর