স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৫) অংশ নিতে ১ ডিসেম্বর স্পেন সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এ সফর ঘিরে স্পেনসহ ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মাদ্রিদে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ স্পেন শাখার ব্যানারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
স্পেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্পেন তৃণমূল আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন। স্পেনের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অহংকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কেবল স্পেনের আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়, স্পেনে বসবাসকৃত সকল প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সভায় সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন।
বক্তারা এ সময় আরো বলেন, 'স্পেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আয়োজিত সভায় যারা অতিথি হিসেবে উপস্থিত থাকেন, তার হাতে আওয়ামী লীগ নিরাপদ থাকতে পারে না। তাই সেসব নামধারী নেতাদের থেকে সতর্ক থাকতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি শাকিল খান পান্না, সাবেক সভাপতি আক্তার হোসেন আতা, প্রবীণ আওয়ামীলীগ নেতা শেখ ইসলাম উদ্দিন, আহমদ আসাদুর রহমান সাদ, নূরুল ইসলাম, ফারুক আহমেদ মবিন, রফিক খান, রাসেল দেওয়ান, নূর মোহাম্মদ রিপন, মো. ইফতেখার আলম, সফিকুল ইসলাম, স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান, সালমান মৃধা সেলিম, ইব্রাহিম খলিল, মাসুদ কামাল, রায়হান খান জামিল, আবুল বাশার, মাসুদ কামাল, ছাত্রলীগের আব্দুন নূর নিরব, রাজিব, সর্দার লস্কর, সামির আহমেদ সহ প্রমুখ নেতা কর্মীরা।
প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর মাদ্রিদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫) অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে ১ ডিসেম্বর মাদ্রিদে পৌঁছবেন সেখ হাসিনা। ২ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেরে সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। আর ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।