ইতালিতে সর্ববৃহৎ পর্যটন মেলা বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার (বিট) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই মেলা শেষ হয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। ইতালির সর্ববৃহৎ পর্যটন মেলা বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে (বিট) প্রায় শতাধিক দেশের স্টল অংশগ্রহণ করে নিজ দেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরেন।
মিলানের এই পর্যটন মেলায় এবছর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি।
জানা গেছে, গত ৪০ বছর ধরে এই মেলাটি বিশ্ব পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখছে। সমগ্র বিশ্বের প্রায় শতাধিকেরও বেশি দেশ মেলায় তাদের দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন ও সৌন্দর্য নিয়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রদর্শন করেন।
এই মেলায় বিশ্বের পর্যটন শিল্প প্রতিষ্ঠান, এভিয়েশন সার্ভিস, হোটেল, মোটেল, জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে।
একই ছাদের নিচে ৩ দিনব্যাপী এই মেলার মাধ্যমে সমগ্র দুনিয়ার সামনে নিজ দেশকে তুলে ধরা, ভ্রমণ প্রিয়াসী মানুষকে কৌতূহলী করে তোলা হলো এই মেলার প্রধান গোপনীয় কৌশল।
উপ-মহাদেশের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভূটান এর মধ্যে ভালো অবস্থানে রয়েছে। তবে শ্রীলঙ্কার অবস্থান খুবই শক্তিশালী, এই জন্যই শ্রীলঙ্কা পর্যটন শিল্প বিকশিত হচ্ছে। বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে যাচ্ছে, পর্যটন শিল্পের উন্নয়ন এর জন্য অবধারিত।