ফরাসি পণ্য বয়কট না করার আহ্বান ফ্রান্সের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 21:49:34

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফরাসি পণ্য বয়কট না করার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্স।

রোববার (২৫ অক্টোবর) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য, বিশেষত খাদ্য পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন। অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত। একটি উগ্র সংখ্যালঘু গোষ্ঠী আমাদের দেশের বিরুদ্ধে যেসব হামলা চালিয়ে যাচ্ছে, তা বন্ধ হওয়া উচিত।

এদিকে কুয়েত, জর্ডান ও কাতারসহ মধ্যপ্রাচ্যের অনেক দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভ দেখা গেছে।

ফ্রান্সে ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনী করায় ফরাসি শিক্ষককে হত্যার পরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে মন্তব্য করেছিলেন তার জের ধরে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করা হয়েছিল কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত চায় না, তবে ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এ সম্পর্কিত আরও খবর