বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 05:53:53

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর ঘোষণা করেছে। খবর বিবিসি।

সেনাবাহিনী জানায়, চাদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহিত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পেয়েছিলেন।

চাদের সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। আগামী ১৮ মাস দেশটি সামরিক কাউন্সিল শাসন করবে বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত প্রেসিডেন্টের ছেলে জেনারেল মহামাত কাকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

৬৮ বছর বয়সী ইদ্রিস ডেবি ১৯৯০ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রথম ক্ষমতায় এসেছিলেন।

সেনাবাহিনীর একজন জেনারেল রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি দেশের সার্বভৌম রক্ষায় যুদ্ধের ময়দানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর