ভারতের অনিল মোরে নামে এক চা বিক্রেতা প্রধানমন্ত্রী মোদিকে দাড়ি কাটার জন্য চিঠি দিয়ে সাথে ১০০ রুপির মানি অর্ডার পাঠিয়েছেন।
এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম।
অনিল মোরে তার চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদি দাড়ি বড় করছেন। তার যদি কিছু বাড়াতে হয় তাহলে দেশের মানুষের কর্মসংস্থান বাড়ানো উচিত। জনগণকে টিকা প্রদানের গতি বাড়ানো উচিত। বিদ্যমান স্বাস্থ্য সেবার সুযোগ বাড়ানো উচিত। গত দুই লকডাউনের কারণে মানুষের যে দুর্ভোগ হয়েছে তা লাঘব করা উচিত প্রধানমন্ত্রীর।
তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর পদ দেশের সবচেয়ে বড় পদ। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা আছে। আমার জমানো টাকা থেকে তাকে আমি ১০০ রুপি পাঠাচ্ছি যাতে তিনি দাড়ি কাটাতে পারেন।
চা বিক্রেতা অনিল বলেন, তিনি (মোদি) সর্বোচ্চ নেতা আর তাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। তবে মহামারির মধ্যে গরীবদের কষ্ট যেভাবে বাড়ছে তাতে আমার এ কাজ তার মনোযোগ আকর্ষণের একটা উপায় হতে পারে।