প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া, দাবি ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে এ বিষয়ে রাশিয়া কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়। ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।  

বিজ্ঞাপন

দেশটির বিমান বাহিনী বলছে, রাশিয়ার আস্ট্রখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।

তবে কী ধরনের আইসিবিএম ছোড়া হয়েছিল তা উল্লেখ না করলেও রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

বিজ্ঞাপন

বাহিনীটি বলছে, ইউক্রেনের মধ্য-পূর্ব শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। 

তবে আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেছেন, মিসাইল হামলায় একটি শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে এবং ডিনিপ্রোতে আগুন লেগেছে। এতে দুইজন আহত হয়েছেন।

আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।