রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৯ জন আরোহীসহ নিখোঁজ সেই উড়োজাহাজের কেউ বেঁচে নেই। এএন-২৬ মডেলের উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আরআইএ।
মঙ্গলবার (৬ জুলাই) এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে উড়োজাহাজ কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষটি বিমানবন্দর থেকে ৫ মাইল দূরে তারা খুঁজে পেয়েছেন।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। বৈরী আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পারায় উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে।
উড়োজাহাজটিতে যাত্রীদের সঙ্গে পালানার মেয়র ওলগা মোখিরেভাও ছিলেন। পালানার আবহাওয়ার জেরে নাকি অন্য কোনো কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।
জানা যায়, বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।