তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:31:30

টানা তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। দেশটির ৪৪তম সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত স্পষ্টত এগিয়ে রয়েছেন জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। খবর গার্ডিয়ানের।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেশটির ৩৩৮ আসনের মধ্যে ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬ আসনে এগিয়ে রয়েছে। এককভাবে সরকার গঠনে দেশটিতে কোনো দলকে ১৭০টি আসনে জয় পেতে হয়। অন্যদিকে প্রধান বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দল ১২১ আসনে এগিয়ে রয়েছে। ফলে নির্বাচনে ট্রুডোর জয় এখন শুধুই ঘোষণার ব্যাপার।

এদিকে, জয়ের খবরের পর মন্ট্রিলে বক্তৃতা করেন জাস্টিন ট্রুডো। তিনি এটিকে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা বলে উল্লেখ করেন। এসময় তিনি সমর্থক, বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ট্রুডো বলেন, ‘কয়েক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। কানাডা অনেক এগিয়েছে। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কানাডাকে এগিয়ে নিতে কাজ করবো আমরা।’

দেশটির পার্লামেন্টে মোট আসন ৩৩৮টি। ভোটার রয়েছেন দুই কোটি ৭০ লাখ। স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। এরপর গণনা শুরু হয়।

করোনার কারণে এবার ডাকযোগে অর্থাৎ মেইল ভোট দিয়েছেন বেশি। ফলে ভোট গণনায় সময় লাগছে। এজন্য পূর্ণাঙ্গ ফল আসতেও কিছুটা দেরি হতে পারে।

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই আগাম নির্বাচন দিয়েছেন ট্রুডো।

২০১৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ১৮৪টি আসনে জয়লাভ করে ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। দলের প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হন।

এ সম্পর্কিত আরও খবর