মহামারির পর রাশিয়ায় প্রথম একদিনে মৃত্যুর রেকর্ড

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:40:55

করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। দেশটিতে মহামারি শুরুর পর একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে।গত এক দিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২০৮ জন।

স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

করোনা মহামারিতে রাশিয়ায় গত কয়েক সপ্তাহজুড়ে আকাশ ছুঁয়েছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যেই দেশটির বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে টিকা গ্রহণে অনীহা। গত সপ্তাহে করা এক জরিপে দেখা যায়, রাশিয়ার ৫৪ শতাংশ লোকজনই টিকা গ্রহণের বিষয়টি এখনো মাথায় রাখছেন না।

শনিবার পর্যন্ত মাত্র ৩১ শতাংশ রাশিয়ানদের সম্পূর্ণভাবে টিকা দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের করোনা সংক্রমণ এবং প্রাণহানির পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়েবসাইট গোগভ বলছে, সম্প্রতি রাশিয়ায় করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ এবং মৃত্যুর ঢেউ শুরু হয়েছে।

কঠোর বিধি-নিষেধ না থাকায় এই ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ছে দেশটিতে; যদিও কিছু অঞ্চলের জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের জন্য কিউআর কোড পুনরায় চালু করা হয়েছে।

রাশিয়াতে করোনায় এ পর্যন্ত ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর