জাপানের নির্বাচনে জয় পেল কিশিদার এলডিপি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 14:25:11

জাপানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।

সোমবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মাত্র এক মাস আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ফুমিও কিশিদা। পরে পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তিনি। সেই নির্বাচনে কিশিদার এই জয়কে বড় অর্জন বলেই মনে করা হচ্ছে।

৬৫ আসনের নিম্নকক্ষের ভোটে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি একাই পেয়েছে ২৬১ টি। শরিক কোমেইতো দলের আসন সংখ্যা মিলিয়ে যা দাঁড়ায় ২৯৩। জাপানে সরকার গঠনের জন্য ন্যাশনাল দিয়েত বা নিম্নকক্ষের ২৩৩ আসনে জয়ের প্রয়োজন পড়ে।

ভোটের আগে ভাবা হচ্ছিল, কিছু আসন হাতছাড়া হতে পারে ক্ষমতাসীন দলটির। সেসময় শরিকদের সহযোগিতায় গড়তে হবে জোট সরকার। কারণ, মহামারির মধ্যেও অলিম্পিকের আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বিগত প্রশাসন। যার জেরে ক্ষমতা থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ছেড়ে দেন দলীয় প্রধানের দায়িত্বও।

রোববার রাতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, নিম্নকক্ষের নির্বাচন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে। আমি বিশ্বাস করি আমরা ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট পেয়েছি।

এ সম্পর্কিত আরও খবর