এবার ব্রাজিলে ওমিক্রন শনাক্ত

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 18:36:31

আফ্রিকা, ইউরোপের এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে।

দেশটিতে দক্ষিণ আফ্রিকা থেকে আগত দুজন ভ্রমণকারীর শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাজিলের স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আনভিসা বলেছেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজন ভ্রমণকারী এবং তার স্ত্রীর নমুনায় করোনার নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি মিলেছে।

আরও নিশ্চিত হওয়ার জন্য তাদের আবারও পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। তবে, রোগীদের সম্পর্কে আর কোনও তথ্য দেওয়া হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলো শহরে যান। বিমানবন্দরে নামার সময় তাঁদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। ব্রাজিল থেকে ফেরার আগে দুজনের আবার করোনা পরীক্ষা করা হয়। এ সময় তাঁদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

প্রসঙ্গত, ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

 

এ সম্পর্কিত আরও খবর