কানাডায় উদ্ভাবিত উদ্ভিদভিত্তিক করোনা ভ্যাকসিন সংক্রমণের বিরুদ্ধে উচ্চ কার্যকারিতা দেখিয়েছে বলে জানিয়েছে কুইবেকভিত্তিক বায়োটেক কোম্পানি মেডিকাগো।
স্থানীয় সময় মঙ্গলবার (০৭ ডিসেম্বর) এই ওষুধ প্রস্তুতকারী কোম্পানিটি জানিয়েছে, তারা আশা করছে টিকাটি শিগগিরই ব্যবহারের জন্য অনুমোদন পাবে।
সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওষুধ প্রস্তুতকারক দুই জায়ান্ট কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও মেডিকাগো এখন উদ্ভিদভিত্তিক করোনার টিকার অনুমোদনের জন্য হেলথ কানাডায় জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ৷ অনুমোদন পেলে বিশ্বে মানবদেহে ব্যবহারের জন্য অনুমোদিত প্রথম উদ্ভিদভিত্তিক ভ্যাকসিন হবে এটি।
উদ্ভিদভিত্তিক করোনার টিকার গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিনটির সামগ্রিক কার্যকারিতার হার ৭১ শতাংশ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতার হার ৭৫ শতাংশ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, তামাক গাছ ব্যবহার করে এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।
মেডিকাগোর মেডিকেল অফিসার ব্রায়ান ওয়ার্ড সিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, এটি হবে বিশ্বের প্রথম উদ্ভিদভিত্তিক করোনার টিকা। তবে তিনি বলেন, শুধু কানাডার জন্য এই টিকা নয়, সবার জন্য উৎপাদন করা হবে টিকা।