বেলারুশের বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:07:52

বেলারুশের সরকারবিরোধী নেতা সের্গেই তিখানভস্কিকে কারাগারে পাঠিয়েছে দেশটির ক্ষমতাসীন আলেক্সান্ডার লুকাশেঙ্কো সরকার। রেলারুশের সর্বশেষ নির্বাচনকে চ্যালেঞ্জ করে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারাগারে বন্দী ৪৩ বছর বয়সী তিখানভস্কিকে দাঙ্গা সংগঠিত করা এবং সামাজিক বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিখানভস্কির স্ত্রী এই রায়ের নিন্দা জানিয়েছেন।

২০২০ সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বেলারুশে ক্ষমতায় ফিরেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তার শাসন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন প্রায়ই সমালোচনা করে থাকে। কিন্তু এতে কোনো কর্ণপাত করেননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর