ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 10:12:15

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় শরীরের তাপমাত্রা কমে সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ইতালিয়ান বার্তাসংস্থা এএনএসএ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, নৌকা থেকে প্রায় ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী অভিবাসীদের বেশিরভাগই মিশর ও বাংলাদেশের।

এএনএসএ’র খবরে বলা হয়, জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়। হাইপোথার্মিয়ায় মারা যাওয়া সাত অভিবাসীর সবাই বাংলাদেশের নাগরিক।

অভিবাসী নৌকাটি দুই-তিন দিন আগে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিল বলে জানা গেছে। 

গত দুই শীতের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে অভিবাসীর আগমন ঘটেছে ইতালিতে। এবার এখন পর্যন্ত ২ হাজার ৫১ জন অভিবাসীর আগমন ঘটেছে, গত বছর একই সময়ে ৮৭২ জন এবং তার আগের বছর ৮৩৫ জন ইউরোপের এই দেশটিতে প্রবেশ করে। আগমন সাধারণত গ্রীষ্মে সর্বোচ্চ হয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ২০২১ সালে ভূমধ্যসাগরের এই রুটকে মারাত্মক ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর