লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারের অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সময় সোমবার (০৯ মে) এই দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, সোমবার রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারের অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী লস লোবোস ও আর-৭ নামের গ্যাংয়ের মধ্যে এই লড়াই শুরু হয়। এখন পর্যন্ত ৪৩ জন কয়েদি মারা গেছে। তবে এখন পরিস্থিতি ভালো।
দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।