২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়ে ক্ষমতা দখলের অভিযোগে বলিভিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) লা পাজের আদালত ৫৪ বছর বয়সী আনিয়েজকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। আদালত বলেছে, তিনি লা পাজের একটি মহিলা কারাগারে তার সাজা কাটাবেন।
তবে, সাবেক প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজ বারবার বলেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
২০১৯ সালে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের মধ্যে সেনাপ্রধান তাকে পদত্যাগ করার আহ্বান জানানোর পর মোরালেস পদত্যাগ করেন এবং বলিভিয়া থেকে পালিয়ে যান।
আদালত সাবেক সশস্ত্র বাহিনীর কমান্ডার উইলিয়ামস কালিম্যান এবং সাবেক পুলিশ কমান্ডার ভ্লাদিমির ক্যালডেরনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এসময় আরও চার সাবেক সেনাপ্রধানকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।