জাপানে শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠিত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 02:33:10

রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে সম্পন্ন হলো হত্যাকাণ্ডের শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠান।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) টোকিওর জোজোজি মন্দিরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

শুক্রবার( ০৮ জুলাই) দেশটির নারা শহরে একটি রাজনৈতিক প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মোটর শোভাযাত্রার মাধ্যমে আবের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে আবের হত্যাকাণ্ডের ঘটনায় তাৎসুইয়া ইয়ামাগামি (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আবেকে গুলি করার কথা স্বীকার করে নিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতভর শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জাপানের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুক সহিংসতা যে দেশে বিরল সেই দেশে ৬৭ বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছে সবাই। গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের পুরনো দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন শিনজো আবে।

এ সম্পর্কিত আরও খবর