শক্তিশালী শৈত্যপ্রবাহে সৌদি আরব, তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কিছু অঞ্চলের তাপমাত্রা শূন্য (০) ডিগ্রিতে নেমে যেতে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও নেমে যাতে পারে বলে এক সতর্ক বার্তায় জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। 

আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিজ্ঞাপন

গালফ নিউজ জানায়, শনিবার সৌদি আরবের কিছু অঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে আসতে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও পৌঁছাতে পারে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার উত্তরাঞ্চলসহ দেশটির উত্তরাঞ্চল বিশেষ করে তাবুক, আল জউফে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

সৌদি আরবে এরইমধ্যে বেশ শীত পড়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সীমান্তের তাবুক, আল জউফে ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামতে পারে।

ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি বুধবার সতর্ক করে বলেছেন, সৌদি আরব আগামী সপ্তাহে শক্তিশালী শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে। এরজন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।