বাগদাদে সুইডিশ দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:17:07

কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে শত শত বিক্ষোভকারী।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত দূতাবাসটির দেয়াল টপকে বিক্ষোভকারী ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, আগুনের ঘটনায় দূতাবাসের কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শত শত বিক্ষোভকারী কূটনৈতিক কম্পাউন্ডে ঢুকে ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় ও রাজনৈতিক নেতা মুকতাদা আল-সদরের ছবি সম্বলিত পতাকা নাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসে হামলার তীব্র নিন্দা করেছে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ঘটনার দ্রুত তদন্ত করতে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসে হামলা ও আগুন দেওয়ার পর দূতাবাসের কর্মীরা নিরাপত্তায় আছেন।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাকি কর্তৃপক্ষের কূটনৈতিক মিশন এবং কর্মীদের সুরক্ষার দায়িত্ব ছিল।

এ সম্পর্কিত আরও খবর