মালয়েশিয়ায় হাইওয়েতে প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে নিহত ১০

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-01 05:43:40

মালয়েশিয়ায় একটি হাইওয়েতে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, দেশটির পুলিশ ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

ওই প্রাইভেট জেট বিধ্বস্তের ঘটনায় মহাসড়কে থাকা দুই গাড়িচালকসহ বিমানের আটজনই মারা যান। জেটটি বিধ্বস্ত হওয়ার পরই বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

জেটটি লাংকাউই রিসোর্ট দ্বীপ থেকে রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে সেলাঙ্গোরে যাচ্ছিল।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিচক্র্যাফ্ট মডেল ৩৯০ জেটটি বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এভিয়েশন কর্মকর্তা হুসেইন ওমর খান বলেন, কোনও জরুরি কল ছিল না এবং জেটটিকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়েছিল।

যাত্রিতালিকা অনুসারে, জেটটিতে স্থানীয় একজন রাজনীতিবিদ ছাড়াও সাতজন ছিলেন।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোক বলেছেন, ‘আপাতত আমরা দুর্ঘটনার কারণ বলতে পারছি না। কারণ জানতে তদন্ত চলছে।’

জেটটিতে পাইলটের দায়িত্ব পালন করছিলেন শাহরুল কামাল রোসলান।

হাসপাতালের বাইরে পাইলট শাহরুলের ৬৭ বছর বয়সি মা মহানুম কান্নাজড়িত কণ্ঠে স্থানীয় মিডিয়াকে জানান, তার ছেলে তাকে যে শেষ কথা বলেছিল তা হলো, ‘আমি তোমাকে ভালবাসি, মা।’

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজতে কাজ করছেন।

মালয়েশিয়ার বিমান বাহিনীর সাবেক সদস্য মোহাম্মদ সাহমি মোহাম্মদ হাশিম এএফপিকে বলেন, তিনি জেটটিকে দিশেহারাভাবে উড়তে দেখেছেন এবং এর কিছুক্ষণ পরেই তিনি বিকট শব্দ শুনতে পান।

এ সম্পর্কিত আরও খবর