পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আসন্ন নির্বাচনে দলের রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দিতে আগামী ২১ অক্টোবর লন্ডন থেকে পাকিস্তানে ফিরবেন বলে জানিয়েছে এনডিটিভি।
নওয়াজ শরিফের ছোট ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ খবর নিশ্চিত করেছেন।
৭৩ বছর বয়সি নওয়াজ শরিফ ২০১৯ সালের নভেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।
লন্ডনে নওয়াজের নেতৃত্বে পিএমএল-এনের শীর্ষ নেতাদের বৈঠকের পর এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ‘নওয়াজ শরিফ ২১শে অক্টোবর পাকিস্তানে ফিরে আসবেন।’
শাহবাজ শরিফ আরও বলেন, ফিরে আসার পর পিএমএল-এন দলের প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফকে দারুণভাবে স্বাগত জানানো হবে।
নওয়াজ শরিফকে ২০১৮ সালে আল-আজিজিয়া মিলস এবং অ্যাভেনফিল্ড দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আল-আজিজিয়া মিলস মামলায় তিনি লাহোরের কোট লাখপত কারাগারে সাত বছরের কারাদণ্ডও ভোগ করছেন।