আজারবাইজানের সামরিক অভিযানে আর্মেনিয়ায় নিহত ২, আহত ২৩

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-19 21:47:30

আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বলেছে, আজারবাইজান দিনের শুরুতে বিচ্ছিন্ন অঞ্চলে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার পর থেকে নাগর্নো-কারাবাখে দুই বেসামরিক নিহত এবং প্রায় ২৩ জন আহত হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা গেঘাম স্টেপানিয়ান সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছেন, ‘দুই বেসামরিকের মৃত্যুর পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’

আজারবাইজান মঙ্গলবার বিচ্ছিন্ন নাগর্নো-কারাবাখ অঞ্চলে একটি সামরিক অভিযান শুরু করেছে এবং শান্তির পূর্বশর্ত হিসাবে বিতর্কিত পার্বত্য অঞ্চল থেকে আর্মেনিয়ার বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই দুই দেশের মধ্যে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, আজারবাইজানকে সেনাবাহিনী প্রস্তুত করার জন্য অভিযুক্ত করে নাগোর্নো-কারাবাখের সঙ্গে তার একমাত্র স্থল সংযোগ অবরোধের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া।

বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি স্টেপানাকার্টের একজন এএফপিকে বলেছেন, শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ, আজারবাইজান ফ্রন্টলাইনে নির্ভুল অস্ত্র ব্যবহার করছে।

এ সম্পর্কিত আরও খবর