মহাকাশে পরীক্ষামূলক ফ্লাইট চালু করেছে ভারত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-21 15:53:31

ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান গগণযান এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ টার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেট টিভি-ডি-১ উৎক্ষেপণ করা হয়।

রকেটটি ত্রুটিযুক্ত হলে ক্রুরা নিরাপদে রকেট থেকে পালাতে পারে কিনা তা প্রদর্শনের জন্যই পরীক্ষাটি পরিচালিত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।এটা ছিল দিনের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথমটি নির্ধারিত সময়ের পাঁচ সেকেন্ড আগে স্থগিত রাখা হয়েছিল।

এ বিষয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানান, এয়ারলিফটের সময় কোনো সমস্যা হয়নি। মাটি ছাড়ার কমান্ডও ঠিকঠাকই গ্রহণ করেছিল রকেট। কিন্তু ইঞ্জিনের জ্বালানি দহনক্রিয়া শুরু করতে গিয়ে আমরা বাধা পাই।

তিনি বলেন, ইঞ্জিনে জ্বালানি দহনক্রিয়া যে পরিমাণে হওয়ার কথা ছিল কোনো একটি কারণে সেটি শুরু হতে পারেনি। এখানে কী ভুল হয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে।

রকেটটি নিরাপদ রয়েছে জানিয়ে সোমনাথ বলেন, আমাদের গ্রাউন্ড সাপোর্ট কম্পিউটার এই অসঙ্গতি ধরতে পেরে উৎক্ষেপণের বিষয়টি স্থগিত করে দেয়। তবে প্রায় সোয়া এক ঘণ্টা পর রকেটটি উৎক্ষেপণ করা হয়।

পরীক্ষাটি সফলভাবে পরিচালনা করতে পেরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর চেয়ারম্যান এস সোমানাথ তার সহকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন। এই সফল উৎক্ষেপণ পরের বছর রোবটকে মহাকাশে পাঠানোসহ অন্যান্য মানবহীন মিশনের পথকে প্রশস্ত করবে বলে জানান ইসরো চেয়ারম্যান।

কিছুদিন আগে চন্দ্রজয় করার পরই সূর্যকে পর্যবেক্ষণ করতে আরেকটি মহাকাশযান পাঠিয়েছে ভারত। এবার দেশটি চাঁদে মানুষ পাঠানোর উপযোগী করে তৈরি মহাকাশযান ‘গগনযান’ প্রস্তুত করছে।

গগনযান মানুষ তথা নভোচারী বহনের উপযোগী করে নির্মাণ করা হলেও পরীক্ষামূলক এই সম্প্রচারে কোনো মহাকাশচারী রকেটটিতে ছিলেন না।

গগনযান প্রকল্পটি ৯০ বিলিয়ন রুপি ব্যয়ে তৈরি করা হয়েছে। এটার লক্ষ্য নভোচারীদের ৪০০ কিলোমিটার (২৪৮মাইল) কক্ষপথে পাঠানো এবং তিন দিন পর তাদের ফিরিয়ে আনা। এটা সফল হলে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর ভারত হবে মহাকাশে মানুষ পাঠানোর জন্য চতুর্থ দেশ। 

এ সম্পর্কিত আরও খবর