দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ মহড়ার সময় দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে।
তবে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করা হয়।
ইয়োনহাপ জানিয়েছে, ‘জেটটি সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরে হলুদ সাগরে বিধ্বস্ত হয়।’
ইয়োনহাপের খবরে আরও বলা হয়েছে, ‘পাইলট জেট থেকে বের হতে পেরেছনে এবং তাকে উদ্ধার করা হয়েছে।’
তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এফ-১৬ বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস ফোর্সেস কোরিয়া, যা দক্ষিণে অবস্থিত আমেরিকান সেনাদের তত্ত্বাবধান করে।
গত মে মাসে একটি মার্কিন এফ-১৬ জেট সিউলের দক্ষিণে একটি কৃষি এলাকায় নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনারও সময়ও পাইলট নিরাপদে বের হয়ে যান এবং দুর্ঘটনায় অন্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সিউলের প্রধান নিরাপত্তা মিত্র যুক্তরাষ্ট্র পারমাণবিক সশস্ত্র উত্তর কোরিয়া থেকে রক্ষা করতেদক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,৫০০ সেনা মোতায়েন করে রেখেছে।