স্বামীকে হত্যার দায়ে বাল্যবধূকে ফাঁসিতে ঝুলালো ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-20 19:43:40

স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক বাল্যবধূকে বুধবার (২০ ডিসেম্বর) ফাঁসি দিয়েছে ইরান।

একটি মানবাধিকার গ্রুপ বলেছে, ক্ষমার জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টাকে অস্বীকার করেছে তেহরান।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) গ্রুপ জানিয়েছে, সামিরা সাবজিয়ান নামের ওই বাল্যবধূ গত এক দশক ধরে কারাগারে ছিলেন।

তেহরানের স্যাটেলাইট শহর কারাজের গেজেল হেসার কারাগারে বুধবার ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আইএইচআর জানিয়েছে, বাল্যবধূ সামিরা সাবজিয়ান ১৫ বছর বয়সে বিয়ে করেছিলেন। তার আত্মীয়দের মতে তিনি পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন।

রয়টর্সি জানিয়েছে, ১০ বছর আগে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আইএইচআর জানিয়েছে, তার দুটি সন্তান ছিল। কিন্তু, ফাঁসির আগে তাদের সঙ্গে সামিরাকে দেখা করতে দেওয়া হয়নি।

আইএইচআর পরিচালক মাহমুদ-আমিরি মোগদ্দাম বলেন, ‘সামিরা বহু বছর ধরে লিঙ্গ বর্ণবৈষম্য, বাল্যবিবাহ এবং গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছেস এবং আজ সে অযোগ্য ও দুর্নীতিবাজ শাসনের হত্যার যন্ত্রের শিকার হয়েছেন।’

এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরানে শুধুমাত্র নভেম্বরেই অন্তত ১১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি ইরানকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়ে বলেছিল, ‘দেশটির কর্তৃপক্ষ একটি ভয়াবহ রাষ্ট্র-অনুমোদিত হত্যাকাণ্ড বাস্তবায়ন করছে।’

ব্রিটিশ সরকারও ইরানকে সামিরার জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছিল।

ব্রিটেনের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী তারিক আহমেদ গত মঙ্গলবার গভীর রাতে এক্সে বলেছেন, ‘সামিরা বাল্যবিবাহের শিকার। ইরানকে অবশ্যই নারী ও মেয়েদের প্রতি তার ভয়ঙ্কর আচরণ বন্ধ করতে হবে।’

আইএইচআরের মতে, চলতি বছর ইরানে সামিরা সাবজিয়ানসহ ১৮ জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর