নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে তদন্তের আহ্বান জাতিসংঘের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-21 20:46:52

ইসরায়েলি বাহিনী গাজায় গত মঙ্গলবারের অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি পুরুষকে হত্যার অভিযোগে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)।

ওএইচসিএইচআর হাইকমিশনার বুধবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষকে অবিলম্বে ওই অভিযোগগুলোর একটি স্বাধীন, পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকর তদন্ত করতে হবে। তদন্তে যদি ইসরায়েলি বাহিনী দোষী প্রমাণিত হয়, তাহলে দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই ধরনের গুরুতর লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করার জন্য পদক্ষেপগুলি কার্যকর করতে হবে।’


মঙ্গলবারের অভিযানের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি আবাসিক বিল্ডিং ঘেরাও করে আক্রমণ করেছিল। তারা নারী ও শিশুদের থেকে পুরুষদের আলাদা করে তাদের পরিবারের সদস্যদের সামনে ১১ জন পুরুষকে গুলি করে হত্যা করে।

জীবিতরা জানিয়েছেন, নিহত পুরুষদের বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে।

একজন বেঁচে থাকা ব্যক্তি আল-জাজিরাকে বলেন, ‘আমার বাড়ির সবাই বেসামরিক লোক, কিন্তু তারা আমার শ্যালককে গুলি করে মেরে ফেলে। ইসরায়েলি সেনারা প্রত্যেক বাড়িতে জোর করে ঢুকে পড়ে পুরুষদের হত্যা করে এবং নারী ও শিশুদের আটক করে। তাদের হদিস আমরা জানি না।’

বেঁচে যাওয়া ব্যক্তিরা আরও বলেছেন, ইসরায়েলি সেনারা নারী ও শিশুদেরকে আনান বিল্ডিং নামে পরিচিত আবাসিক ব্লকের একটি কক্ষে প্রবেশের নির্দেশ দেওয়ার পরেও আক্রমণ করেছিল।

একজন আহত নারী বলেন, ‘ইসরায়েলি সেনারা সব নারীকে এক ঘরে আটকে রাখে। তারপর আমাদের ওপর তিনটি মর্টার শেল নিক্ষেপ করে। তারপর আমাদের দিকে তাদের মেশিনগানের গুলি চালাতে থাকে।’

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক বিশ্লেষক টেমের কারমাউত জাতিসংঘের তদন্তের আহ্বানকে স্বাগত জানিয়ে আল-জাজিরাকে বলেছেন, ‘বেআইনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য এই জাতীয় তদন্তগুলো কীভাবে পরিচালিত হবে, সেটা হল মূল বিষয়।’

তিনি উল্লেথ করেন যে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত ইসরায়েলি অপরাধের তদন্ত করতে পারে এমন কোনও সংস্থাকে বর্তমানে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মঙ্গলবারের ওই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর