আরব সাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-23 19:29:05

আরব সাগরের ভারতীয় উপকূলে ভারত অভিমুখী পণ্যবাহী একটি ইসরায়েলি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন স্বীকার করেনি। 

শনিবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, এ হামলায় জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটলেও  কেউ হতাহত হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস অ্যন্ড মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছেন, ভারতের উপকূলে একটি বাণিজ্য জাহাজ মনুষ্যবিহীন ড্রোন হামলার শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক/পণ্যের জাহাজটি ইসরায়েল-অধিভুক্ত বলেও জানায় সংস্থাটি। 

হামলায় জাহাজের কিছু কাঠামোগত ক্ষতি হয়েছে এবং পাটাতনে পানি প্রবেশ করেছে। হামলার শিকারের আগে জাহাজটির সর্বশেষ যোগাযোগ হয় সৌদি আরবের সাথে। পণ্য পরিবহনকারী জাহাজটি সর্বশেষ ভারতের দিকে যাচ্ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে নভেম্বর মাসে ভারত মহাসাগরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ইসরায়েলের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছিল।

এ সম্পর্কিত আরও খবর