ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-25 16:33:43

ইরানের নৌবাহিনীতে যুক্ত করা হলো দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও রিকনেসান্স হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া সূত্রে রবিবার (২৪ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘তালাইয়েহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১,০০০ কিলোমিটারেরও বেশি এবং এটি একটি স্মার্ট ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুকে মধ্যযাত্রায় পরিবর্তন করতে পারে।’

ইরানি বলেন, ‘ইরানের নৌবাহিনীর অস্ত্রাগারে যোগ করা নতুন অস্ত্রের মধ্যে রয়েছে রিকনেসেন্স হেলিকপ্টার, ড্রোন এবং সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব সরঞ্জাম ইরানের সামরিক বাহিনী দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছে।’

এদিকে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান কখনও কখনও তার সামরিক সক্ষমতা বাড়ায় এবং ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তেহরানের সামরিক হার্ডওয়্যারের একটি মূল উপাদান।

অন্যদিকে, ভারত মহাসাগরে একটি রাসায়নিক ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত শনিবার বলেছে যে, ইরান থেকে পাঠানো একটি ড্রোন ভারত মহাসাগরে একটি লাইবেরিয়ান-পতাকাযুক্ত রাসায়নিক ট্যাঙ্কারে আঘাত করেছে।

কিন্তু, ওই হামলার পরিকল্পনায় জড়িত থাকার মার্কিন অভিযোগ অস্বীকার করেছে ইরান।

এ সম্পর্কিত আরও খবর