যুদ্ধ আরও অনেক মাস চলতে পারে: ইসরায়েলের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-27 09:50:45

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আরো অনেক মাস পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সতর্ক করে আরও বলেন, চলমান যুদ্ধে অলৌকিক কোনো সমাধান নেই।

হালেভি বলেন, মঙ্গলবার গাজায় হামাসের ১০০টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। সামনের দিনগুলোতে উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে সামরিক অপারেশনের মাত্রা আরও বাড়বে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, হামাসকে ধ্বংস করার আগপর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। তিনি বলেন, গাজায় যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি। তার সরকার যুদ্ধ থামাতে সম্মত হতে পারে, সংবাদমাধ্যমের এমন গুঞ্জনও নাকচ করে দেন নেতানিয়াহু।

এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার অভিযানে এখন পর্যন্ত ১৫২ জন সৈন্য নিহত হয়েছে। গাজা সিটি এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে তীব্র লড়াই চলছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৩ হাজার ৬৮৮ জন। অপরদিকে পশ্চিম তীরে নিহত হয়েছে ৩০৩ জন এবং আহত হয়েছে আরও ৩ হাজার ৪৫০ জন।

এ সম্পর্কিত আরও খবর