হামাসের হেফাজতে থাকা সবচেয়ে বয়স্ক জিম্মির মৃত্যু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-29 15:47:08

হামাস ঘোষণা করেছে যে, তাদের হেফাজতে থাকা সবচেয়ে বয়স্ক জিম্মি গত ৭ অক্টোবরের হামলায় মারা গেছেন।

রয়টার্স জানিয়েছে, নিহত ৭০ বছর বয়সি মার্কিন-ইসরায়েলি নাগরিক ওই নারী জিম্মির নাম জুডিথ ওয়েইনস্টাইন হাগাই।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জুডিথ ওয়েইনস্টাইন হাগাইয়ের নিহত হওয়ার খবরে তিনি বিধ্বস্ত হয়েছিলেন।

বাইডেন অঙ্গীকার করেছেন যে, অবশিষ্ট জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ বন্ধ করবে না ওয়াশিংটন।

অন্যদিকে, অবরুদ্ধ গাজার জনগণকে ভয়ানক আঘাত, তীব্র ক্ষুধা এবং রোগের গুরুতর ঝুঁকিসহ গুরুতর বিপদ থেকে বাঁচানোর করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

এনডিটিভি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের গাজা নেতা ইয়াহিয়া সিনওয়ারের নিজ শহর খান ইউনিসে একটি অতিরিক্ত ব্রিগেড মোতায়েন করেছে।

ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ‘শহরের আল-আমাল হাসপাতালের কাছে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এটি এমন একটি এলাকা যেখানে প্রায় ১৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।’

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ শহরের শাবোরা ক্যাম্পে গোলাবর্ষণে ২০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ওই হামলায় আহত হয়েছে কয়েক ডজন।

মন্ত্রণালয়টির মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে ২০০ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজার অভ্যন্তরে তাদের ১৬৭ সেনা নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর