জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহরে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-29 22:30:24

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের একটি সংস্থা শুক্রবার (২৯ ডিসেম্বর) জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের একটি ত্রাণবাহী গাড়িবহরে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। তবে ওই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রয়টার্স জানিয়েছে, গাজায় ইউএনআরডব্লিউএ’র পরিচালক টম হোয়াইট এক্স-এ লিখেছেন, ‘ইসরায়েলি সেনারা উত্তর গাজায় একটি ত্রাণবাহী কনভয়কে লক্ষ্য করে গুলি চালায়। ওই হামলায় আমাদের কনভয় নেতা এবং তার দলের কেউ আহত হননি। তবে একটি গাড়ির ক্ষতি হয়েছে।’

ইউএনআরডব্লিউএ জানায়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা এই ঘটনার বিষয়ে প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

এর আগে শুক্রবার জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এক্স-এ একটি পোস্ট লিখেছিলেন, ‘গাজার জনগণ এবং তাদের সাহায্য করার চেষ্টাকারীদের জন্য একটি অসম্ভব পরিস্থিতি বিরাজ করছে।’

গ্রিফিথস বলেন, ‘সাহায্য কনভয়কে গুলি করা হয়েছে। আপনি মনে করেন গাজায় সাহায্য পাওয়া সহজ? আবার চিন্তা করুন।’

এ সম্পর্কিত আরও খবর